নরসিংদীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অল্প সময়ের নোটিশের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয় নরসিংদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি কাজী আনোয়ার পাশা ও সাধারণ সম্পাদক হামিদুল হক পলাশের সার্বিক তত্ত্বাবধানে। রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত পিআইবির সদর কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের মোট ২৯ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, তথ্য যাচাই, গুজব ও অপতথ্য প্রতিরোধ, নির্বাচন কমিশনের আচরণবিধি, আইনগত দিকনির্দেশনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষকেরা নির্বাচনকালীন সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন সংবাদকর্মে তাঁদের পেশাগত দক্ষতা ও সচেতনতা আরও বাড়বে। তাঁদের মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
পড়ুন : নরসিংদীর পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ একজন গ্রেপ্তার


