বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া বলেছেন, প্রাথমিক ভোট বা পিআর কী তা তিনি পুরোপুরি বুঝতে না পারলেও, এটি যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ, তা তিনি সুনিশ্চিতভাবে বুঝতে পারেন।
আজ বৃহস্পতিবার জেলার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মিছিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোবাশ্বের আলম এসব কথা বলেন।
তিনি বলেন,“আমরা লক্ষ্য করছি, জামাত ও এনসিপি মিলে নির্বাচনে অনৈতিক কার্যক্রম চালাচ্ছে। তবে এই ধরনের প্রচেষ্টা কোনো ফল দেবে না। বিএনপি এখন আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। সারাদেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটেও বিএনপি ধানের শীষ প্রতীকে বিজয়ী হবে।”
সমাবেশে উপস্থিত নেতারা বললেন, বিএনপি এখন আগের তুলনায় শক্তিশালী এবং সকল সহযোগী সংগঠনের সঙ্গে একযোগে কাজ করছে। এটি আসন্ন নির্বাচনে ধানের শীষের শক্তি ও জনপ্রিয়তা প্রমাণ করবে।
এর আগে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে মিছিলে অংশ নেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

