কোটা আন্দোলনের সময় রাজধানীর বনশ্রী এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন, নারায়ণগঞ্জ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ। কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার দেহ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মী ও পরিবারের মাঝে। হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি তাদের।
কোটা আন্দোলন চলাকালে পিবিআই এর নারায়ণগঞ্জের পুলিশ পরির্দশক মাসুদ পারভেজ ভূইয়াকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, দুইদনি পর চিকিৎসার্ধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শোকার্ত তার সহকর্মী ও স্বজনরা।
যারা পুলিশ কর্মকর্তা মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের সনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবি তাদের।
জড়িতদের ধরতে আটঘাট বেধে মাঠে নেমেছে পুলিশ।
এ ঘটনাকে পূর্বপরিকল্পীত বলছেন জেলা প্রশাসক। দাবি জানান সুষ্ঠু বিচারের।
গত ১৯ জুলাই ছুটিতে ছিলেন পুলিশ পরির্দশক মাসুদ পারভেজ। সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা তার উপর হামলা চালায়।