পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পিরোজপুর শহরের বলেশ্বর ঘাটে অবস্থিত শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পড়ুন- মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
দেখুন- মহান দেশ ইরান সজাগ


