১৪/০১/২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির সংসদ সদস্য প্রার্থী

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (গতকাল) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো নাশকতা কি না, তা প্রশাসনকে গুরুত্বসহকারে তদন্ত করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপি নেতা সরদার কামরুজ্জামান চান, জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক শাহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় পশ্চিম ডুমরিতলা এলাকার সাহা বাড়ির পলাশ কান্তি সাহার পরিবারের সদস্যরা বেড়াতে বাইরে ছিলেন। ভোরবেলায় বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা ঘরে ফিরে পলাশ কান্তি সাহার কক্ষে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : বেগম জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন