19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

পি‌রোজপু‌রে পিস্তলসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পি‌রোজপু‌র জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি সোহাগ সিকদার‌কে বি‌দেশী পিস্তাল ও ম‌্যাগ‌জিন ভ‌র্তি গু‌লিসহ গ্রেপ্তার ক‌রেছে র‌্যাব ৮।

আজ বুধবার ভো‌রে পি‌রোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রাম থে‌কে গ্রেপ্তার করা হয় তা‌কে।

সোহাগ সিকদার পি‌রোজপুর সদর থানা এলাকার কুমারখালীর শাহাদাৎ সিকদা‌রের ছে‌লে। 

র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর সো‌হেল রানা জানান,  জুলাই মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন প্রকার দেশী বিদেশী অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপর হামলা, মারামারি ও মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ সিকদার (৩১)’কে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার উপর চড়াও হতে দেখা যায়। 

বিষয়টি র‌্যাব ৮ এর নজরে আসলে সোহাগ‌কে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে তা‌কে গ্রেপ্তার করা হয়। এসময় সোহা‌গের নিজ হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহা‌গের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭ টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পিরোজপুর জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হ‌য়ে‌ছে ব‌লে জানান মেজর সো‌হেল রানা।

তন্ময় দাস, ব‌রিশাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন