ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাসব্যাপী হস্ত কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন এলাকায় সংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এ সময় মেলা কমিটির সভাপতি নাজমুল হুদা মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুল হাসান, পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুজা আলম অনেকে।
মেলা কমিটির সভাপতি নজমুল হুদা মিঠু জানান, মাসব্যাপী এই মেলায় সার্কাস, নাগর, বিভিন্ন দোকানপাট এবং ঐতিহ্যবাহী জিনিসপত্রসহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পড়ুন : পীরগঞ্জে অধ্যক্ষকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ


