33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

পীরগঞ্জে অধ্যক্ষকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়াজেদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে ডি এন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের বিরুদ্ধে।

আজ শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার নারায়নপুর ফুটানী টাউন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে গোপাল চন্দ্র রায় সহ ৫’ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জে গত ৬ বছর আগে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পিতা গিরিন চন্দ্র রায়ের কাছে ১০’শতক জমি কেনেন মুক্তিযুদ্ধা ওয়াজেদ আলীর মেয়ে জামাই মোকতারুল ইসলাম। ৬’বছর ধরে ভোগ দখল করে আছেন তিনি। বর্তমানে অধ্যক্ষ গোপালের বাবা প্রয়াত হওয়ায় বিক্রীকৃত জমিটি নিজের দাবি করে দখলের পাঁয়তারা করছেন অধ্যক্ষ গোপাল। অধ্যক্ষ গোপাল প্রভাবশালি হওয়ায় বীর মুক্তিযুদ্ধার মেয়ে জামাই মোক্তারুল ইসলাম পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয় অধ্যক্ষ গোপাল মুক্তিযোদ্ধার পরিবারটির উপর লোকজন নিয়ে হামলা করে।

এতে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর স্ত্রী নজেফা বেগম ও তার নিকটতম আত্মীয় রেহেনা বেগম গুরুতর আহত হয়। তারা বর্তমানে পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন অসহায় পরিবারটি।

তবে সব দোষ অস্বীকার করে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন, আমি কোন হামলা করিনি। বরং তারা আমাকে অপমান অপদস্ত করেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: পীরগঞ্জে জমি দখলের প্রতিবাদে সাবেক ভূমি কর্মকর্তার সংবাদ সম্মেলন

দেখুন: স*মকামী দম্পতির ঘরে আসছে সন্তান! | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন