23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পীরগাছায় বন্ধ ১৪ রেলস্টেশন, যাত্রীদের ভোগান্তি

রংপুরের পীরগাছায় ১৪টি রেলস্টেশন বন্ধ হয়ে পড়ে আছে। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে লালমনিরহাট ডিভিশনের এ স্টেশনেগুলোর গুরুত্বপূর্ণ ভবন, আসবাব আর যন্ত্রপাতি। অথচ সেবা পাচ্ছে না অন্নদানগর ও চৌধুরানীর স্থানীয় হাজারো মানুষ।

নেই স্টেশন মাস্টার, নেই কোনো অফিস কর্মকর্তা। পীরগাছার অন্নদানগর স্টেশনটি এভাবেই পড়ে আছে এক যুগ। প্রতিদিন ছয়টি ট্রেন যাতায়াত করলেও নেই কোন নির্দিষ্ট সময়সীমা। বিশ্রামাগার আছে, তাতে ঝুলছে তালা। তাই ভোগান্তি লম্বা অপেক্ষায় থাকা যাত্রীদের নিত্যসঙ্গী।

একই অবস্থা উপজেলার চৌধুরানী রেলওয়ে স্টেশনেও। কয়েক বছর ধরেই স্টেশন রুমে তালা ঝুলছে।

রেল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত লোকবল নেই। তাই ১৪টি স্টেশন এভাবেই বন্ধ হয়ে আছে। তবে ধীরে ধীরে সবগুলো স্টেশন চালু করার আশা দিয়েছে তারা।

স্থানীয়দের আশা পুনরায় চালু হোক বন্ধ হওয়া রেল স্টেশনগুলো। তাতে ভোগান্তি কমবে তাদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন