বছরের প্রথমদিনে সব শিক্ষার্থী বই না পেলেও পুরনো কারিকুলামে ফেরত যাওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বই না পেলেও স্কুলগুলোতে থেমে নেই পাঠদান। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম।
নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনা মূল্যে বিতরণের জন্য ৪০ কোটির বেশি বই ছাপানো হচ্ছে। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বিগত বছরগুলোর মতো এ বছর সম্ভব হয়নি বছর শুরুতেই সকল শিক্ষার্তীর হাতে বই তুলে দেয়ার।
বই না পেলেও কিভাবে শুরু হলো পাঠদান কার্যক্রম? জানতে যাওয়া হয়, রাজধানীর বিভিন্ন প্রথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে। বিদ্যালয়ের ভেতরের চিত্রে দেখা যায় কেউ কেউ ব্যক্তিগত উদ্যেগে, কেউবা এনসিটিবি থেকে নেওয়া অনলাইন কপি কিংবা কোনো শিক্ষক পুরনো বইয়ের আদল অনুযায়ী এবং অপরিবর্তিত বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।
তবে নতুন বই হাতে নিয়ে প্রমাণ মেলে উন্নতমানের বাহ্যিক আবরণ ও সংস্করণের। দেখা যায় অধ্যয় যংযোজন-বিয়োজনের চিত্র। হাতে পাওয়া তৃতীয় শ্রেণীর একটি বইয়ে যুক্ত করা হয়েছে ৪ নেতা নামে একটি অধ্যায়, জুলাই গ্রাফিতি আর যতো বিপদ ততো ঐক্য নতুন বার্তা।
জানা যায়, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সবগুলো পাঠ্যপুস্তক হাতে পেয়েছে তারা। কিন্তু চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো বই আসেনি এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে মাত্র ৩ টি বই।
এদিকে, বই না পাওয়া ও পুরনো কারিকুলামে ফেরত যাওয়ার বিষয়ে অভিববাবক এবং শিক্ষার্থীরা জানায় মিশ্র প্রতিক্রিয়া।
যদিও অভিভাবকেরা বলছেন বই না পাওয়াই স্কুলে আসতে আগ্রহ দেখাচ্ছেনা বাচ্চারা। বিদ্যালয়গুলোতেও দেখা গেছে তুলনামূলক একটু কম উপস্থিতি।
টিএ/