১৫/০১/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ১০

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক কারবারিদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। মাদকাসক্তরা হামলা চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। ভাংচুর চালানো হয় পুলিশের দুটি গাড়ি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দশজনকে আটক করে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক অস্ত্র চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস (৩৫) সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা (৩৫), কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ্ (২৬), আশিক (২৪), শিল্পী (৩০) ও লাকী আক্তার (২৮)।

আটককৃতরা সবাই চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সহযোগী বলে জানিয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ।

মাদক অভিযানে নেতৃত্ব দেওয়া আহত পুলিশের উপপরিদর্শক অরুপ কুমার বিশ্বাস বলেন, চিহ্নিত মাদককারবারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে গেলে তার সহযোগিরা চারপাশ থেকে হামলা চালায়। হামলাকারীরা অনেক ইটপাটকেল ছুঁড়ে এতে আমিসহ চারজন আহত হয়েছি। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মারধর করে আসামি ছিনিয়ে নেয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক উদ্ধারে যায় শ্রীপুর থানা পুলিশ। এসময় পুলিশ চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে আটক করে। তার বাড়ি তল্লাশি করে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে। খবর পেয়ে জাহাঙ্গীরের সহযোগিরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে৷ এরপর বেশকিছু মাদক কারবারিরা লাঠিসোঁটা নিয়ে এসে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীকে ছিনিয়ে নেয়।

হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হামলার সঙ্গে জরিত দশজনকে আটক করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা তিনটি মোটরসাইকেল ফেলে যায়। মাদক কারবারিদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক। এঘটনায় পুলিশের কাজে বাঁধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হবে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পড়ুন- ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত সহ শরীরে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দেখুন- সর্বকালের সর্ববৃহৎ জানাজায় খালেদা জিয়ার অন্তিম বিদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন