কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে ৩ ক্যাটাগরির পদে ১১ ও ১৬তম গ্রেডে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)
পদসংখ্যা: ১২ (অস্থায়ী; বছর বছর সংরক্ষণের ভিত্তিতে)
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
২. পদের নাম: কম্পাউন্ডার
পদসংখ্যা: ৫ (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে অন্যূন তিন বছরমেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২ (অস্থায়ী; বছর বছর সংরক্ষণের ভিত্তিতে)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)