পুলিশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার গোটামন্ত্রিসভা এবং দলের শীর্ষ নেতারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর থেকে সারাদেশেই আওয়ামী লীগ নেতাকর্মীদের আর তেমন প্রকাশ্যে দেখা মিলছে না। অথচ চাঁপাইনবাবগঞ্জের চিত্র ভিন্ন। গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা আয়োজিত সুধী সমাবেশে ভিআইপি আসনে দেখা গেছে জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুলকে। বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে তীব্র সমালোচনা হচ্ছে। এমন ভুমিকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
সমাবেশের সামনের সারিতে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর ও জেলা কৃষকলীগ সভাপতির বসা নিয়ে সামাজিক, রাজনৈতিক ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। ওই মঞ্চের একেবারে সামনের সারিতে বসা ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল। এসময় গণমাধ্যমকর্মীরা তার ছবি তোলার জন্য গেলে তিনি পরিস্থিতি টের পেয়ে সটকে পড়েন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোত্তাসিন বিশ্বাস বলেন, একজন ব্যক্তির দাওয়াত ছাড়া আইনশৃঙ্খলা অনুষ্ঠানে প্রবেশের সুযোগ নেই। কেও না কেও দাওয়াত দিয়ে জেলা কৃষক লীগের সভাপতিকে ডেকে এনেছে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় এখনও স্বৈরাচারের দোসর মধ্যে রয়েছে। তাদের খুঁজে বের করতে হবে।
চরম ক্ষোভ প্রকাশ করে জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বলেন, আওয়ামী দোসররা জেলায় ১৬টি বছর আইনশৃঙ্খলা অবনতি করে রেখেছিল। মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে। একজন ফ্যাসিবাদের পদধারী নেতা সামনের সারিতে বসা নিয়ে সকলেই বিব্রত।
সভায় যোগ দেয়া একজন প্রবীণ বিএনপি নেতা বলেন, সদর মডেল থানার ওসি আওয়ামী লীগ পুনর্বাসন কাজ করছে, তার নমুনা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী লীগের উপস্থিতি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, থানা পুলিশের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কমিটি পুলিশং কমিটিকে দাওয়াত দেয়া হয়েছে। কৃষক লীগের ওই কিভাবে সমাবেশে আসলেন সেটি তিনি জানেন না। তবে বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সমাবেশের বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্দির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন: দিনাজপুরে বীরগঞ্জে ধর্ষণ চেষ্টা সন্দেহে জনতা জুতার মালা গলায় দিয়ে বৃদ্ধকে পুলিশে সোপর্দ
দেখুন: অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না পুলিশ
ইম


