14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কা দলের দায়িত্ব পেলেন জয়সুরিয়া

সাবেক কিংবদন্তি ব্যাটার সনৎ জয়সুরিয়াকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটি। চলতি অক্টোবর থেকে জয়াসুরিয়ার চুক্তি কার্যকর হয়েছে এবং এটি চলবে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত।

এর আগে তিনি এ বছর শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তার আগে এসএলসির ক্রিকেট পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।

জয়সুরিয়ার প্রথম দায়িত্বে ভারতের বিপক্ষে ঘরের মাঠে হওয়া টি-টোয়েন্টি সিরিজ হারলেও, শ্রীলঙ্কা ওডিআই সিরিজে ভালো পারফর্ম করে। প্রথম ম্যাচটি টাই হলেও, পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। এটি ছিল ১৯৯৭ সালের পর ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।

ইংল্যান্ড সফরেও শ্রীলঙ্কার পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। প্রথম দুটি টেস্টে হেরে গেলেও, তারা তৃতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে এবং দ্য ওভালে ইংল্যান্ডকে হারায়।

সাদা বলের সিরিজ দিয়ে শ্রীলঙ্কার স্থায়ী হেড কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন জয়সুরিয়া। তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। যা শুরু হবে ১৩ অক্টোবর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন