রাজউকের নতুন শহর পূর্বাচলের ক্ষতিগ্রস্ত প্লট বঞ্চিত আদিবাসিদের দাবী আদায়ের লক্ষ্যে ৩শ ফুট সড়কে ২ ঘন্টা অবরোধ, বিক্ষোভ ও সড়কে মশারী টানিয়ে শুয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও পূর্বাচল আদিবাসি অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ৩শ ফুট সড়কের ২ ও ১১ নং সেক্টর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ আওয়ামী লীগের ৫ হাজার নেতাকর্মী নিয়ে বিশেষ ক্ষমতা আইনের নামে প্লট লুটপাট করেছে। বক্তারা আরও বলেন, নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিল চাই। দাবী আদায় না হলে ৩শ ফুট সড়ক বন্ধ করে দেওয়ারও হুশিয়ারীও দেন আন্দোলনকারীরা। প্রয়োজনে রাজউজ অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান।
এ সময় দাবী আদায় করতে পূর্বাচলের আদিবাসিরা সরকার ও রাজউকের হস্তক্ষেপ চেয়ে ৩শ ফুট সড়কে মশারি টানিয়ে শুয়ে পড়েন। প্রায়২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে বিক্ষুব্ধরা তাদের লিখিত দাবী দাওয়া সম্বলিত গণ স্বাক্ষরযুক্ত আবেদন রাজউজ চেয়ারম্যান, গণপূর্ত উপদেষ্টাসহ সরকারের কাছে পাঠানোসহ দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দেন তারা।