অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে ঠাকুরগাঁওয়ে। কৃষি বিভাগ বলছে- এবছর পেঁয়াজ বীজের ভালো ফলন হয়েছে এবং ২০ কোটি টাকার বেশি পেঁয়াজ বীজ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকের প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদন বলছে; ঠাকুরগাঁও জেলার মাঠজুড়ে দোল খাচ্ছে সাদা পেঁয়াজ ফুল। এই চিত্র এখন জেলার বিভিন্ন জায়গায় চোখে পড়ে। মৌমাছি কম থাকায় হাতের স্পর্শে কৃত্রিমভাবে পরাগায়নের চেষ্টা করছে কৃষকরা।
চলতি বছর জেলায় ১১২ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর ভালো ফলন হয়েছে। বাজারে এই কালো বীজ বিক্রি হচ্ছে উচ্চ দামে। চলতি বছরও পেঁয়াজ বীজের ভালো দামে পাওয়া যাবে বলে আশায় আছেন কৃষকরা। অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ বীজ লাভজনক ফসল। তাই দিন দিন পেঁয়াজ বীজ আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের বলছেন স্থানীয়রা।