18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

প্যারিস অলিম্পিক: আরচারিতে বিকালে মাঠে নামবেন সাগর

প্যারিস অলিম্পিকের আরচারিতে বিকালে মাঠে নামছেন বাংলাদেশের সাগর ইসলাম। পদক তালিকায় চলছে চীন-জাপানের হাড্ডাহাড্ডি লড়াই। এখন শীর্ষে জাপান, দুইয়ে চীন। এদিকে, ফুটবলে শেষ আটে আর্জেন্টিনা। আর টিকে থাকার লড়াইয়ে নামতে যাচ্ছে ব্রাজিলের নারী দল।

প্যারিস অলিম্পিকে গেছেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ। এর মধ্যে মিশন শেষ শ্যুটার রবিউল ও সাঁতারু সামিউল ইসলাম রাফির। এবার মাঠে নামছেন তীরন্দাজ সাগর ইসলাম। বিকাল সাড়ে ৫টায় পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে লড়বেন তিনি।

পদকের দৌড়ে টানা দুই দিন শীর্ষে জাপান। ৭ স্বর্ণসহ ১৩ পদক জাপানের। ফ্রান্সকে টপকে তিনে থাকা চীন চলে এসেছে টেবিলের দুইয়ে। দুই ধাপ নিচে নেমে চারে স্বাগতিক দেশ ফ্রান্স।

৬টি স্বর্ণ জিতে টেবিলের তিনে অস্ট্রেলিয়া। ৫টি স্বর্ণ জিতে আগের পাঁচেই রয়েছে দক্ষিণ কোরিয়া। ছয়ে থাকা যুক্তরাষ্ট্রের পদক সবচেয়ে বেশি ২৬টি।

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ইউক্রেনকে হারিয়েছে ২-০ গোলে। শেষ আটে প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স।

এদিকে, টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিলের মেয়েরা। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ স্পেন। জিতলেই কোয়ার্টার ফাইনাল, তবে ড্র করলে বা হারলে, তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন