১৪/০১/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রকাশ্যে যুবকের হাতের কবজি কাটলেন দুর্বৃত্তরা

গাইবান্ধায় সদরে দিনে দুপুরে প্রকাশ্যে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি কেটে নিয়েছেন দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মেলের বাসিন্দা মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যায়। তখন মোশারফের প্রতিপক্ষ সুখনগর নামক এলাকায় বাবুসহ পাঁচজন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

রুবেলের বন্ধু মোশারফ বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করল তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও জখম করেছে তারা।

আহত যুবকের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে মেরেছে, হাতের কবজি কেটে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গাইবান্ধা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। ডান হাতের কবজটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে আটক করা করেছে পুলিশ। এই মুহূর্তে আটকদের নাম বলা যাবে না। রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

পড়ুন : গাইবান্ধায় চা দোকানীকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন