19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ডিউ ডিজিটাল গ্লোবাল ও হাভাস পিআর-এর চুক্তি স্বাক্ষর

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি-এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পিআর। চুক্তি অনুযায়ী হাভাস পিআর, ডিউ ডিজিটাল গ্লোবালকে এক্সক্লুসিভ জনসংযোগ পরিকল্পনা ও সমাধান দিতে যাচ্ছে। ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এবং হাভাস পিআর-এর মধ্যকার এই চুক্তি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়।

ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি, বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান এবং হাভাস পিআর-এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মাজহারুল হক চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এবং হাভাস পিআর-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তি প্রসঙ্গে সামিহা এহসান বলেন, “হাভাস পিআর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কোম্পানী। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জনসংযোগ প্রচেষ্টাকে আশাকরি আরও উন্নত করতে পারব।”

মাজহারুল হক চৌধুরী বলেন, “ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া প্রসেস করে থাকে। আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি।”

ডিউ ডিজিটাল-এর ৬টি দেশে ৩৫টিরও বেশি কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি ভিসা আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে প্রতিষ্ঠানটি। ডিউ ডিজিটাল গ্লোবাল এর দক্ষতা এবং শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজ করছে। যার মধ্যে রোমানিয়া, জর্জিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস্, মরক্কো এবং আরো অনেক দেশ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন