ঘূর্ণিঝড় মিধিলি’র এক বছর হয়ে গেলেও পটুয়াখালীর রাঙ্গাবালীর নিখোঁজ হওয়া ২৫ জেলের খোঁজ মেলেনি আজও। প্রিয়জন ফিরে আসার প্রতীক্ষায় আজও পথ চেয়ে আছে স্বজনরা।
এক বছর আগে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হলেও গভীর সাগরে মাছ ধরতে যায় ২৫ জেলে। কিন্তু এরপর আর ফেরত আসেনি কেও। আশপাশের জেলা-উপজেলায় খোঁজ নেওয়া হলেও পাওয়া যায়নি কোনো সন্ধান। এভাবেই কেটে গেলো এক বছর।
কান্না থামছে না সাইফুল, তামিম ও জিসানের পরিবারে। তিন খালাতো ভাই একসাথে এক ট্রলারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। উপার্জনক্ষম তিন সদস্যকে হারিয়ে তাদের পরিবারের দিন কাটছে অভাব-অনটনে।
এ তিনজন বাদে বাকি আরো ২২ জেলের পরিবারও রয়েছে তাদের প্রতীক্ষা।
নিখোঁজ জেলেদেন সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা।
জেলেদের নিরাপত্তায় গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক সুবিধা চালু ও রেডিও সিস্টেমের কথা জানালেন এ বিশেষজ্ঞ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলিতে রাঙ্গাবালীর কাউখালী গ্রামের ৩ ট্রলারের মোট ২৫জন জেলে নিখোঁজ হয়েছিলো।
টিএ/
আরও পড়ুন:বঙ্গোপসাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ
দেখুন : শেখ হাসিনার নতুন অডিও কল ফাঁস