১৫/০১/২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তরুণদের নতুন রাজনীতির কাছে প্রত্যাশা আকাশছোঁয়া

গণঅভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নিয়েছে নতুন দল, প্রত্যাশা তাই আকাশ ছোঁয়া। রাজনীতির মাঠে অভিজ্ঞতার দাম অনেক, সেটার ঘাটতি পরিণত আচরণ আর প্রজ্ঞায় দূর হবে আশা বিশ্লেষকদের। নতুন রাজনীতির আদর্শ-দর্শন আর লক্ষ্যও স্পষ্ট করার তাগিদ দিয়েছেন তারা। তাদের আশা অংশগ্রহণমূলক হবে এর নেতৃত্ব।

বিজ্ঞাপন

এদেশের তরুণরা সবসময়েই গেছে ভিন্ন পথে। চ্যালেঞ্জ করেছে পরধীনতাকে, স্বৈরশাসনকে, কর্তৃত্ববাদকে। এবারও অভ্যুত্থানের প্রেক্ষিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে বিভোর তরুণরা। গড়েছে ছাত্রজনতার ঐক্যের দল জাতীয় নাগরিক পার্টি।

রাজনীতির মাঠের নিয়ম হলো ক্ষমতাসীনেরা বা ক্ষমতাপ্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীরা নতুন প্রতিদ্বন্দ্বী দেখতে চাইবে না। তাই নতুন দলের পক্ষে সামনের পথটুকু খুব সুগম হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। তাই বুনিয়াদ শক্ত করতে  দার্শনিক ও আদর্শিক জায়গাটি স্পষ্ট করার তাগিদ তাঁদের।

নতুন রাজনীতিকে স্বাগত জানিয়েছে বিশ্লেষকরা। তারা বলছেন, অভ্যুত্থানে জয় এলেও এবার লড়াইটা ভিন্ন। মানুষের আস্থা অর্জন করেই রাজনীতির মাঠে জয় পেতে হবে।

রাজনীতির প্রশ্নে আজও পর্যন্ত মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফাঁক রয়ে গেছে। বারাবার রাজনীতি কলুষিত হয়েছে দুবৃত্তায়নে, সন্ত্রাসে। বিশেষজ্ঞরা মনে করেন, তার মূল কারণ গণতন্ত্র ও বহুজনের অংশগ্রহণের অভাব।

তরুণদের হাত ধরে আবার পুরোনো রাজনীতিতে ফেরা হবে দুঃখজনক। সেই শঙ্কা থাকলেও নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়ে উচ্ছ্বসিত সবাই। গঠনমূলক রাজনীতি গড়ে তুলবে তরুণদের দল প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।

এনএ/

দেখুন: নতুন দলে বড় নেতা নয়, ভালো মানুষ পাওয়ার প্রত্যাশা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন