19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রথমবারের মতো খোলা ময়দানে চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলন

প্রথমবারের মতো খোলা ময়দানে চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন করতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৩শে নভেম্বর চুয়াডাঙ্গায় ১৪ বছর পর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১০ সালে শেষবারের মতো জেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর নানা কারণে দীর্ঘদিন সম্মেলন করতে পারেনি তারা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় ১৩হাজার বিএনপি নেতাকর্মী এ সম্মেলনে অংশ নিবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা বিএনপির কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুশি কর্মীরা।

চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনের প্রস্তুতি
চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনের প্রস্তুতি

১৯৭৮ সালের পর এই প্রথম কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন ও চারজন সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন এবং এরি মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছে বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো কোনো খোলা ময়দানে বড় সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টিএ/

পড়ুন: প্রথমবারের মতো ঈশ্বরদীতে উদ্যোক্তা মেলা 

দেখুন: ড্রেজারের কারনে কৃষকের প্রায় শত বিঘা জমির ফসল নষ্ট!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন