ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষে, চলছে গণনা। সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে টানা বিকাল ৪টা পর্যন্ত।
সকালে ভোটার উপস্থিতি ছিলো কম। বেলা বাড়ার পর, তা কিছুটা বেড়েছে। এই ধাপে ২২ উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। প্রার্থী ১ হাজার ৬৩৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হয়েছেন ২৮ জন। এই নির্বাচন হচ্ছে চার ধাপে। পরের তিনটি ধাপের ভোট হবে ২১ ও ২৯ মে এবং ৫ জুন।