18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

প্রথম বৈঠক করল অন্তর্বর্তী সরকার

সংস্কার চাইলে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এখনই কথা বলা যাবে না। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না করা পর্যন্ত, দায়িত্বে থাকবে এই সরকার। সব মন্ত্রণালয়ে থাকবে ছাত্র প্রতিনিধি। এসব কথা জানিয়েছেন দুই উপদেষ্টা। দায়িত্ব নেয়ার পর, প্রথম বৈঠক করেছে নতুন সরকার।

শপথের পরের দিনই, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে বসেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বেলা ১২টা থেকে বিকাল ৪টার কিছুক্ষণ পর পর্যন্ত চলে এই বৈঠক।

বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও কর্মপরিকল্পনা ঠিক করা হয় এই বৈঠকে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাত বিশেষ গুরুত্ব পেয়েছে আলোচনায়।

নতুন এই অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে।

আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, বৈঠকে নিজেদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশ পুনর্গঠনে সব ধরনের কাজ করা হবে। বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি রাখা হবে।

উদ্ভূত পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কতটুকু প্রস্তুত নতুন এই অন্তর্বর্তী সরকার, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীসহ সবার সহযোগিতা নিয়ে কাজ করবে সরকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন