24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনরত শিক্ষকরা

একটি মহল জোর করে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যয় স্কিমে যুক্ত করেছে। এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনরত শিক্ষকরা। তাদের কর্মবিরতি গড়িয়েছে নবম দিনে। শিক্ষকরা বলছেন, সংকটের যৌক্তিক সমাধান আসতে হবে। নইলে, আন্দোলন চলবে।

ঢাকাসহ দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। সর্বজনীন পেনশনব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবি তাদের। আন্দোলনের নবম দিনে দুপুর ১২টায় ঢাবির কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষকদের অভিযোগ, সরকারের একটি মহল জোর করে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করেছে।

আন্দোলনরতদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল করা।

একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সংকটের যৌক্তিক সমাধান না করা হলে, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। গত ১ জুলাই থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই আন্দোলন চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন