এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। সম্প্রতি সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গান প্রকাশিত হয়েছে।
‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন মিষ্টি কথায় সাজানো গানটি ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। গানটির দৃশ্যায়নে রঙের আধিক্য ও উৎসবের ছাপ স্পষ্ট।
গানটি প্রকাশের পর থেকেই দর্শক থেকে শুরু করে শোবিজ তারকারা প্রশংসায় মাতিয়েছেন গানটিকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।
গানটি অনলাইনে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শকরা গানটির সঙ্গে নেচে নানা ভিডিও তৈরি করছেন।
গানটিতে সজলকে এক ভিন্ন রূপে দেখা গেছে। হরর সিনেমা হলেও গানটির প্রতিটি দৃশ্যে তার রোমান্টিকতা ফুটে উঠেছে। নুসরাত ফারিয়ার সঙ্গে সমানতালে নেচে দর্শকদের মন জয় করেছেন তিনি। গানটির প্রতি দর্শকদের ভালোবাসায় আপ্লুত সজল।
তিনি বলেন, আসলে এত অল্প সময়ে দর্শকদের এত এত ভালোবাসা পাব গানটি দিয়ে তা বুঝতে পারিনি। আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন ছবিটি সবাই মিলে দলেবলে হলে গিয়ে ছবিটি দেখে ভালো-মন্দ মতামত দেবেন।
এনএ/