পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জে প্রায় ২৪ কাঠার ওপর ডুপ্লেক্স বাড়িটি তত্ত্বাবধানে নিলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টের আদেশে বাড়িটি জব্দ করেন তারা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন এলাকায় থাকা বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন । এবার জব্দ করা হলো রূপগঞ্জের অভিজাত ডুপ্লেক্স বাড়িটি। আনন্দ হাউজিং নামে পুলিশ কর্মকর্তাদের গড়া আবাসন কোম্পানিতে ২৪ কাঠা জমিতে গড়ে তুলেছেন আলিসান বাড়ি।
একটা রহস্যময় পরিবেশ তৈরী করে রাখা বাড়িটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
এই জমির মূল মালিক প্রয়াত প্রেমানন্দ সরকারের ছেলে রামধন সরকার। তবে টাকা পেয়েই বিক্রির কথা জানান বিক্রেতারা।
প্রায় ১০ কোটি টাকা মূল্যের বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত।