রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইয়ে প্রার্থিতা হারালেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বৈধ হয়েছেন রাঙামাটির একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) পহেল চাকমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বলে জানিয়েছে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলাপ্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এসএম মান্না বলেন, ‘আজ (রোববার) বেলা ১১টায় রাঙামাটি ২৯৯ নম্বর আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হয়। এসময় সদর (রাঙামাটি) উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।’
এনডিসি আরও জানান, ২৯৯ নম্বর রাঙামাটি আসনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ৭টিসহ মোট ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হল।
এর আগে, রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেন। সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ব্যতিত বাকি সাতজন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করেন। এরপর ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন পহেল চাকমা।
এ আসনের অন্য প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত দীপেন দেওয়ান, জামায়াত ইসলামী মনোনীত মোখতার আহম্মদ, জাতীয় পার্টি মনোনীত আশোক তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা, খেলাফত মজলিস মনোনীত আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন ও গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার (বাদশা)।
তবে এবারের নির্বাচনে রাঙামাটি আসনে আঞ্চলিক রাজনৈতিক দল সমর্থিত কোনো প্রার্থী নেই।
পড়ুন- চরভাগা ইউনিয়নে ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র নির্বাচিত
দেখুন- নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সং/ঘ/র্ষ, যৌথবাহিনীর অভিযানের পর যা ঘটলো!


