34.7 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

প্রেমিকার শশুরবাড়িতে ঢুকে হামলা যুবকের, ভাংচুর ও মাছ-মাংস লুট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফিল্মি স্টাইলে দলবল নিয়ে সদ্য বিয়ে হয়ে যাওয়া প্রেমিকার শশুর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছে। এসময় নববধূকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা চালানো হয়। এছাড়াও ওই বাড়িতে চলা একটি অনুষ্ঠানের বিভিন্ন মালামাল ভাংচুর ও মাছ-মাংস লুট করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে ।

বৃহস্পতিবার ৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার কুরপালা গ্রামের লালমিয়া খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই প্রেমিক হলেন, উপজেলা ডহরপাড়া গ্রামের নজরুল শেখ ও কোটালীপাড়া পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রুবি বেগমের ছেলে আরমান শেখ।


জানা গেছে, উপজেলার কুরপালা গ্রামের লাল মিয়া খলিফার ছেলে রবিউল খলিফা গত বুধবার পার্শ্ববর্তী শিমুল বাড়ী গ্রামের আলি খলিফার মেয়ে শায়লা খলিফাকে পারিবারিকভাবে বিয়ে করেন। এতে ওই নববধূর পূর্বের প্রেমিক আরমান শেখ ক্ষিপ্ত হয়ে ফিল্মি স্টাইলে প্রায় অর্ধশতক লোকজন নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে কনেকে তুলে আনার জন্য নববধুর শশুর বাড়ীতে গিয়ে হামলা ও নববধূকে তুলে নেওয়ার চেষ্টা চালায় । এতে নারীসহ ১৫ জন আহত হয়। এছাড়াও ওই বাড়ীতে অন্য একটি অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই অনুষ্ঠানের চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও মাছ-মাংস লুট করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে হামলার শিকার রবিউল খলিফা বলেন, আমি গত দুইদিন আগে একজনকে বিয়ে করি। আমার সেই বউয়ের সাথে একটা ছেলের কিছুদিনের একটা সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার তার সাথে বিয়ে দিতে কখনোই রাজি ছিল না। আমার সাথে বিয়ে দিছে। এতে ক্ষিপ্ত হয়ে গত মধ্যরাতে ফিল্মি স্টাইলে দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে আমার বাড়িতে ঢুকে হামলা ও আমার নববধূকে তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়। এসময় আমাদের বাড়িতে আমার ভাতিজীর বিয়ের আয়োজন চলছিল। ওরা ওই অনুষ্ঠানের সকল মালামাল ভাংচুর ও রান্নার জন্য রাখা মাছ-মাংস লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের।


এবিষয়ে জানতে অভিযুক্ত আরমান শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে হামলার শিকার ওই পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি। ওই পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।

পড়ুন : গোপালগঞ্জে খাদ্যগুদাম থেকে ‘খাবার অযোগ্য’ চাল সরবরাহ,সুবিধা ভোগীদের মধ্যে ক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন