১৫/০১/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরাসি অভিনেতা থিও নাভারোকে নিষিদ্ধ করলো কান

নিজ দেশের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখার সুযোগ পেলেন না ফরাসি অভিনেতা থিও নাভারো মুসি। যৌন নির্যাতন ও ধর্ষণে অভিযুক্ত এ অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে কান কর্তৃপক্ষ। তাই কান চলচ্চিত্র উৎসবে অতিথিদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে অভিনেতার নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-র একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন তার প্রাক্তন তিন প্রেমিকা। সে তিন মামলার এখনও কোনো নিষ্পত্তি হয়নি।

এ প্রসঙ্গে উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, ‘যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।’

মহাসচিব থিয়েরি আরও বলেন, তবে আপাতত থিও নাভারো-মুসিকে কান উৎসবে নিষিদ্ধ করা হয়েরছে। তাকে লাল গালিচায় অংশ নেয়া থেকেও বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারণ হিসেবে জানা যায়, চলতি বছর নৈতিক সজাগতা নীতি চালু করেছে কান। এ নীতি অনুযায়ী, উৎসবে অংশ নেয়া প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চলচ্চিত্র নির্মাণের সময় নারী সহকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে। এ শর্ত অনুযায়ীই, আপাতত থিওকে নিষিদ্ধ করেছে কান কর্তৃপক্ষ। কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এমন পদক্ষেপ এবারই প্রথম।

কান উৎসবে এবারের ৭৮তম আসরে থিও অভিনীত ‘ডোসিয়ার ১৩৭’ সিনেমাটি প্রদর্শনের কথা রয়েছে। ডমিনিক মল পরিচালিত এ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় অভিনয় করলেও ধর্ষণের মামলায় অভিযুক্ত থাকায় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিজের অভিনীত সিনেমা প্রদর্শনীর সময় উপস্থিত থাকতে পারবেন না তিনি। হাঁটতে পারবেন না লাল গালিচাতেও।

বিজ্ঞাপন

পড়ুন : শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন