ফরিদপুরে একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সব হারিয়ে দিশেহারা কৃষকরা। বারবার বলার পরেও কর্ণপাত করছে না ইটভাটা কর্তৃপক্ষ। উল্টো তারা বেপরওয়া আচরণ করছেন সাংবাদিকদের সঙ্গে।
ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মহিলারোডে গড়ে তোলা হয়েছে আব্দুল মজিদ ব্রিকস নামের একটি ইট ভাটা। এর কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশের। নষ্ট হচ্ছে ফসল, পুকুরের মাছ, ফলের বাগান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বলছেন, ইটভাটা মালিক কারো কথাই আমলে নিচ্ছে না।
ইটভাটার ম্যানেজারকে কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। ছিনিয়ে নিতে চান গণমাধ্যমের ক্যামেরা।
অভিযোগ পেলে তদন্ত করে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
ইট ভাটায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগীতার পাশাপাশি ভাটাটি সরিয়ে নিতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।