ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকায় পি এম বি ব্রিকস নামক একটি ইট ভাটার কাছে পাওনা টাকা চাওয়ায় চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিন করেছে স্থানীয় এলাকাবাসী ।
শুক্রবার বেলা বারোটার সময় সদর উপজেলার শিবরামপুরের চন্ডিপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিন করা হয়। এ সময় ভুক্তভোগী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় জনপ্রতিনিধি কাউসার শেখ, রশিদ মোল্লা, শের আলমসহ ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন, রাজিব সরদার।
মানব মানববন্ধন থেকে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন প্রবীণ সদস্য এর পরিচয় স্থানীয় গ্রামবাসীর উপর নির্যাতন-নিপীড়ন হামলা মামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল। তারই প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বেলা বারোটার সময় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা এ সময় প্রশাসনের কাছে দাবি রাখেন, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

