১৪/০১/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে চাঁদা দাবি; না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় একটি সুন্নতে খাৎনার অনুষ্ঠানে চাঁদার টাকা দাবি করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দা জিলু সরদারের পুত্র স্বপন মাহমুদের ছেলে তানভীর ইসলাম শাওনের সুন্নতে খাৎনার অনুষ্ঠান চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী ছাগলদি গ্রামের চান মিয়ার ছেলে উসমান ও আহাদ অনুষ্ঠানস্থলে এসে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর করেন।

ভুক্তভোগী স্বপন মাহমুদ বলেন, “আমার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে ডেকোরেটর পক্ষের লোক উসমান ও আহাদ এসে অনুষ্ঠান পণ্ড করার হুমকি দেয়। তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। মূলত সাউন্ড বক্স ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে ঝামেলা সৃষ্টি হয়।”

স্বপন মাহমুদের বড় ভাই রিপন সরদার জানান, অনুষ্ঠানের সময় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দলবল নিয়ে হামলা চালায়।

স্বপন মাহমুদের চাচী হাসি বেগম বলেন, “কিছু যুবক আমাদের অনুষ্ঠানে এসে ঝামেলা সৃষ্টি করে। পরে তারা বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।”

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযুক্তের বড় ভাই বক্কার মিয়া বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, “আমার ছোট ভাই ওই অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করছিল। সেই সময় স্বপন মাহমুদ ও তার লোকজন আমার ভাইকে মারধর করে। পরে আমাদের ফাঁসানোর জন্য তারা নিজেরাই ঘর ভাঙচুর করেছে।”

এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, সুন্নতে খাৎনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

দেখুন- স্বতন্ত্র প্রার্থীর পথ অনেক কঠিন; তাসনিম জারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন