১৫/০১/২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড, ইটভাটার ম্যানেজারের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় স্তূপকরায় ভাটার ম্যানেজার মতিয়ার রহমান মন্টুকে (৬৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে ও স্কাই ইটভাটায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়।

মোঃ আনারুল উপজেলার উজিরপুর গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে এবং মতিয়ার রহমান মন্টু জয়রামপুর শেখপাড়া গ্রামের মৃত. আবু বক্করের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বিভিন্ন সূত্রে সংবাদ পায় উপজেলার বিভিন্ন মাঠের তিন ফসলি জমির উপরি ভাগের (টপ সয়েল) মাটি কিনছে ইটভাটা মালিকরা। এই সংবাদের ভিত্তিতে নির্বাহী অফিসার উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।

এসময় নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় জমি মালিক উপজেলার উজিরপুর গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে মোঃ আনারুলকে অর্থদন্ড প্রদান করেন।

পরবর্তীতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সন্নিকটে অবস্থিত স্কাই ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটায় ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত অবস্থায় দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত করে রাখায় স্কাই ইটভাটার ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একদল পুলিশ।

নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন- বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা দুর্গাপুরে দোয়া মাহফিল

দেখুন- ‘গানম্যান’ আতঙ্কে রাজনীতি: নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন