15 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

আয়ারল্যান্ডের বিপক্ষে

ফারজানার ফিফটিতে ছুটছে টাইগ্রেসরা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। যার ফলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা হক।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২১৯ রান। শারমিন আক্তার ৮৪ রানে এবং নিগার সুলতানা ২৮ রানে ব্যাট করছেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৫৯ রান।

ছুটছে টাইগ্রেসরা

তবে ফিফটি তুলতে পারেনি মুর্শিদা খাতুন। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ-আউট হয়ে ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা। কিন্তু ফিফটি তুলতে ব্যার্থ হননি ফারজানা। তিনি ১১০ বলে তুলে নেন ৬১ রান।

ফারজানার ফিফটি

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা। অপর প্রান্ত থেকে রান তুলছেন শারমিন আক্তারও। তিনি তুলেছেন ৭৮ বলে ৮৪ রান। তাকে সঙ্গ দিচ্ছেন নিগার সুলতানা। তাদের দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ।

এনএ/

আরও পড়ুন: শুরুর ধাক্কা সামলে জয়ের পথে ছুটছে বাংলাদেশ
দেখুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন