১৪/০১/২০২৬, ১২:২২ অপরাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফাহিম হত্যাকান্ড, কুমিল্লা থেকে গ্রেপ্তার সিলেটের ‘মাইল্লা’

সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকার ফাহিম হত্যা মামলার ঘটনায় আরেক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার নাম মো. আলী হোসেন মাইল্লা (৩৩)।

বিজ্ঞাপন

সোমাবর (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি দলের সহযোগীতায় তিতাস থানার কালাকান্দিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাইল্লা শাহপরাণ থানাধীন উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

তিনি গত বছরের ১৪ নভেম্বর শাহপরাণ থানায় দায়েরকৃত ফাহিম হত্যা মামলার ২নং আসামী। হত্যাকান্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গত বছরের ১০নং বিকালে বালুচর এলাকার ছড়ারপারে কিশোর গ্যাং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হারুনুর রশীদের ছেলে মো. ফাহিমকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে ফেরার পথে ১১ নভেম্বর রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পিতা হারুনুর রশীদ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা (নং ২০/১৪/১১/২৫০ দায়ের করেন।

এরপর র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং এর আগে মামলার ১ ও ৩নং আসামীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

মাইল্লাকে সিলেটের শাহপরাণ থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ

পড়ুন- টাঙ্গাইলে ভোটার বেড়েছে ১ লাখ ৮৭ হাজার, তরুণ ভোটারের সংখ্যাই বেশি

দেখুন- দলের নতুন চেয়ারম্যান কবে ঘোষণা হবে জানালেন মির্জা ফখরুল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন