গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২০১৬ সালে বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনা নেন প্রায়ত মেয়র আনিসুল হক। তবে কিছুদিন যেতেই মুখ থুবড়ে পড়ে সে প্রকল্প। এবার সেই প্রকল্পটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাসের রুট রেশনালাইজেশন কমিটি।
যুগ যুগ ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে ঢাকার গণ পরিবহন।
ঢাকার গণ পরিবহনে অভাবনীয় পরিবর্তন দেখেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মেয়র আনিসুল হক হাতে নিয়েছিলেন বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রাম।যাতে রাজধানীর প্রায় ৩০০ রুট কে ৪২ টি রুটে নিয়ে এসে ২২টি কোম্পানির মাধ্যমে পরিচালনার কথা ছিলো।তবে তার মৃত্যুতে থুবড়ে পরে সে সেবা।
তবে সেবা না থাকলেও এর সাক্ষী হয়ে আছে কিছু যাত্রী ছাউনি। সংশ্লিষ্টরা বলছেন পুনরায় চালু হলে সবার জন্য হবে মঙ্গলজনক তবে স্বদিচ্ছা থাকতে হবে মালিকদের।
তবে প্রথম পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারন অনুসন্ধান করে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করার পরেই চালু করার পরামর্শ এই বিশেষজ্ঞের।
তবে যে ভাবে করা হোক না কেন অনেক উন্নত শহরে সরকারি মালিকানা তে ই চলে নগর পরিবহন সেবা।সে পথে হাঁটার পরামর্শ সকলের।
এনএ/