ঈদের ছুটি কাটিয়ে গত দুই দিন ছিলো স্বস্তির। তবে আজ ভোগান্তি বেড়েছে। রাজধানী ঢাকাও ফিরতে শুরু করেছে তার চিরচেনা রুপে। এদিক, ফিরতি ঈদ যাত্রার তৃতীয় দিনেও বাড়ি যাচ্ছেন অনেকেই। কিন্তু শিডিউল মেনে আসেনি ট্রেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যানজট। তাই বাসেও হচ্ছে বিলম্ব।
জীবিকার কাছে হার মেনেছে প্রিয়জনের ভালোবাসা। ঈদের আমেজ না কাটতেই আপনজন ছেড়ে এবার ইট পাথরের শহরে কর্মজীবী মানুষের ফেরার পালা। রাজধানীও ফিরে পাচ্ছে তার চিরচেনা রুপ।
সকাল থেকেই রাজধানীর গাবতলি, সায়েদাবাদ, মহাখালীসহ সব বাস কাউন্টারেই দেখা যায় যাত্রীদের সরব উপস্থিতি। বরাবরের মতো ছিল বাড়তি ভাড়ার অভিযোগ।
সড়ক পথের মতো রেলপথের যাত্রীদের অভিজ্ঞতাও নেতিবাচক। সময় মতো আসেনি কোন ট্রেন। আগে টিকেট কেটে রেখেও মেলেনি কাঙ্খিত আসন।
এদিকে, ফিরতি ঈদযাত্রার তৃতীয় দিনেও অনেকেই ছুটেছেন বাড়ির পানে।
গত দুই দিন যাত্রী চাপ কিছুটা কম হলেও আজ রেল ও সড়কে আসা-যাওয়ার দুই পথেই ছিলো যাত্রীদের উপচে পড়া ভীড়।