29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন মান-ই

এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ঘুর্ণিঝড় সুপার টাইফুন মান-ই। এতে ‘বিপর্যয়কর এবং প্রাণঘাতী’ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

গতকাল শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে দেশটির কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। খবর আল জাজিরার

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সুপার টাইফুন মান-ই আঘাতের পর কাটানডুয়ানেস উপকূলে ঢেউয়ের উচ্চতা ১৪ মিটার ছাড়িয়েছে। পরে ঝড়টি ম্যানিলার উত্তরে প্রবাহিত হয়ে সোমবার দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড় মান-ই’র কারণে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা থেকে শুরু করে বড় ট্যাংকারসহ সব ধরনের নৌযানকে বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর (পিএজিএসএ) জানিয়েছে, ঝুঁকি এড়াতে বাইকল অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিস্থিতি’র সতর্কতা জারি করেছে সংস্থাটি। অঞ্চলটি থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এনএ/

আরও পড়ুন: আঘাত হেনেছে চরম বিপজ্জনক ঘূর্ণিঝড় ‘মিল্টন’
দেখুন: অতি প্রবল ঘুর্ণিঝড় মোখা: উপকূলে ব্যপক প্রস্তুতি
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন