গাজা উপত্যায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। রোববার রাজধানী রাবাতে অনুষ্ঠিত এই সমাবেশকে গত কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে সবচেয়ে বড় জমায়েত বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাসের যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে মরক্কোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন।
গত কয়েক মাসের মধ্যে রাজধানী রাবাতে সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থি এই বিক্ষোভের ডাক দিয়েছিল দেশটির ইসলামপন্থী-সংখ্যাগরিষ্ঠ জোট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।
রাবাতে মরক্কোর সংসদ ভবন লাগোয়া মোহাম্মদ ভি অ্যাভিনিউয়ে সমাবেশের সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় অনেকে ড্রাম বাজিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে অবিলম্বে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান।
মোহাম্মদ ভি অ্যাভিনিউয়ে বিক্ষোভে অংশ নেওয়া মরক্কানদের হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছবি দেখা যায়। এ সময় দেড় বছর ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনে নিহত হাজার হাজার মানুষের প্রতীক হিসাবে শিশুরা লাল রঙের কাপড় হাতে নিয়ে বিক্ষোভ করেন।
