১৪/০১/২০২৬, ২১:৫৮ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি আগ্রাসনের বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি চলছে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি নরসিংদীর মাধবদীতে এই কর্মসূচি পালন করছে আলেম-ওলামা, সাধারন মুসল্লিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর মাধবদী বাজার বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের করছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল- ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

বিজ্ঞাপন


বিশাল মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক সহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন, এসময় উলামা পরিষদ মাধবদী থানা ব্যানারে বড় মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তৌহিদি জনতা। এতে বক্তব্য রাখেন, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আমরা মাধবদীবাসী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।

উলামা পরিষদ মাধবদী থানার সভাপতি আল্লামা মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন মুঈনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমূখ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে মাধবদীতে যেসব খাবার হোটেল, রেস্টুরেন্টে ব্যানারে ইহুদীবাদী ইসরাইলী পন্যের সাইনবোর্ড ঝুলছে তা নামানোর জন্য কঠোর হুশিয়ারি দেন। এছাড়া ইহুদীদের সকল পণ্য বয়কটের ঘোষনা দেন আল্লামা মকবুল হোসেন সহ কর্মসূচীতে অংশ নেয়া তৌহিদি জনতা।

পড়ুন : নরসিংদীতে ডায়মন্ড টেইলার্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন