22 C
Dhaka
সোমবার, মার্চ ২৪, ২০২৫

ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখা।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় জামিউল উলুম মাদরাসা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মোড়ে মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি নুরে আলম, মাওলানা উসমান গণি, মাওলানা এনায়েত উল্লাহ্ খান, মুফতি রেজাউল করিম, আলী উসমান, হাবিবুর রহমান, আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু যখনই ফিলিস্তিনের উপর হামলা হয়, তখন সবাই নিশ্চুপ থাকে। যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, ভারতে মুসলমানদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। ভারত ও ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেইসাথে ভারত ও ইজরাইলী পন্য বয়কটের জন্য অনুরোধ জানানো হয়।

পড়ুন : বকেয়া বেতন-ভাতার দাবিতে নেত্রকোনায় প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন