ফেনী সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা ব্যাংকের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল ভবনের ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড আগুনের বিষয়টি টের পান। পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ব্যাংকের ফটকের ভেতরে রাখা তিনটি মোটরসাইকেল ও দুইটি বসার বেঞ্চ পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
পড়ুন- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর যুবদলের আনন্দ মিছিল ও পথসভা


