ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার রাত ১১টা থেকে রাত ২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি পরিবহনে জড়িত ৪টি ট্রাক্টর জব্দ করা হয়। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ২টি এস্কেভেটর ঘটনাস্থল থেকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেগুলো অকেজো করে দেওয়া হয়। মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (ইউএলএও) নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা, ফেনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


