বাতিলের পর ফের কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে বাজেটে। ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে এমন সুযোগ দেয়ার পক্ষে অর্থমন্ত্রী। এদিকে, কালোটাকার মালিকদের জন্য বড় সুযোগ থাকলেও, করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। অন্যদিকে, ব্যাংকে গচ্ছিত টাকায় আরও বাড়ছে আবগারি শুল্ক।
দুই বছর আগে, কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। তখন ১০ শতাংশ কর দিয়ে, টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। তবে সাড়া না মেলায় শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।
এর এক বছর পর পাচারের টাকা দেশে আনার সুযোগ দেয়া হয়। বলা হয়, কেউ সাড়ে ৭ শতাংশ কর দিলেই, পাচারের টাকা নিয়ে প্রশ্ন তোলা হবে না, হয়ে যাবে সাদা। তবে, সেখানেও সাড়া মেলেনি। ফের কালো টাকা সাদা করার সুযোগ দিতে পারেন অর্থমন্ত্রী, তবে ব্যবসায়িরা এর বিপক্ষেই বলছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার কোটি টাকা সাদা হয়েছে, ক্ষমতাসীন সরকারের টানা চলতি মেয়াদে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ঘোষণায় যোগ হয়। ২০২১-২২ অর্থবছরে সবচেয়ে বেশি কালো টাকা সাদা হয়, এক বছরের হিসাবে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির তথ্য মতে, দেশে এখন কালো টাকার পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার কোটি, আর পাচারের পরিমাণ ১১ লাখ ৯৩ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ দিলেও, করমুক্ত আয়ের সীমা বাড়াতে চান না। এটি সাড়ে ৩ লাখ টাকা বর্তমানে। অন্যদিকে, নিজের তিলে তিলে করা সঞ্চয় যারা ব্যাংকে রেখেছেন, তাদের গচ্ছিত তহবিল থেকে কাটা হবে আবগারি শুল্ক।