আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে আত্মহননের হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন। স্ত্রী রিয়া মনির সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের ঘটনায় তিনি এ পোস্ট দেন বলে জানা গেছে।
ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, “রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।”
এর আগে কক্সবাজার ভ্রমণ নিয়ে রিয়া মনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম। এ নিয়ে ফেসবুক লাইভে এসে দুজনকে নিয়ে বক্তব্য দেন তিনি। পরে রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে ডিভোর্স দেবেন।
জানা যায়, কিছুদিন আগেও স্ত্রী থেকে আলাদা থাকার সময় বিরহে আত্মহননের চেষ্টা করেছিলেন হিরো আলম। সে সময় বগুড়ার ধুনটে গিয়ে তিনি বেশ কিছু ঘুমের ওষুধ সেবন করেন। পরে বন্ধুদের সহায়তায় হাসপাতালে ভর্তি হলে রিয়া মনি বগুড়ায় গিয়ে তার পাশে দাঁড়ান।
তবে সাম্প্রতিক সময়ে ফের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। রিয়া মনি অভিযোগ করেন, হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তবে হিরো আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।
পড়ুন : বগুড়ায় অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার হলেন ক্যামেরাম্যান আরিফ


