১৪/০১/২০২৬, ২০:৫৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন রাঙামাটির প্রধান সমন্বয়কারী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নিজ ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এনসিপি ছাড়ার কারণ হিসেবে ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করেছেন।

ফেসবুকে বিপিন জ্যোতি চাকমা লিখেছেন, ‘আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পাটি-এনসিপি, রাংগামাটি পার্বত্য জেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।’

তবে এ প্রসঙ্গে জানতে বিপিন জ্যোতি চাকমার মুঠোফোন এলাধিকবার কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। (তিনি কল কেটে দেন)।

এর আগে, চলতি বছরের গত ১৪ নভেম্বর ‘ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা’র কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেন রাঙামাটি এনসিপির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগের ১৬ দিনের মাথায় এবার প্রধান সমন্বয়কারীও ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেনের সইয়ে রাঙামাটি জেলা এনসিপির ২৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। জেলা সমন্বয় কমিটি গঠনের ছয় মাসের মধ্যেই দলটিতে নেতাকর্মীদের বিভেদের আভাস পাওয়া যাচ্ছে। এরমধ্যে নভেম্বরের প্রধান সমন্বয়কারীসহ দল ‘ছাড়লেন’ দুজন।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে শিক্ষার্থীদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্যাম্পেইন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন