১৪/০১/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করেই ঘরে ফিরতে হবে : নাহিদ ইসলাম

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে দলটির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করেই ঘরে ফিরতে হবে। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরো বলেন, মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোন অবদান নাই। মুন্সিগঞ্জবাসী আপনাদের পরিবারদের যে সকল সদস্য প্রবাসে থাকে তাদেরকে সচেতন ও সরব হতে বলবেন। তারা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,জুলাই গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা হাদিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে-

পথসভায় যোগ দিয়ে আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী সকল দল মতের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জ শহর উৎসবের নগরীতে পরিনত হয়। খন্ড খন্ড মিছিল নিয়ে ফ্যাসিবাদ বিরোধী নানাস্থরের মানুষ সভাস্থলে আসতে থাকে। পথসভায় দলটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিলম্বে মুন্সিগঞ্জ আসায় নির্ধারিত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সীগঞ্জে ব্লকেড: পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন