ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন,ফ্যাসিস্টের সময়ে বিগত ১৫ বছরে যুব সমাজ খেলাধূলা থেকে দূরে চলে গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া একটি সীমান্তবর্তী এলাকা, এখানে মাদকের বিরাট ছোবল ছিল। তৎকালীন ফ্যাসিস্টের লোকজনই মাদক ব্যবসা করতো।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরের কালিসীমায় খিলের মাঠে পাওয়ার অব ইউনিটি আয়োজিত মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, তরুন ও যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাঠ করা হবে। ক্রিকেট ও ফুটবল খেলা আয়োজন করতে আমরাও উদ্যোগ নিচ্ছি। আমরা জনগণের ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করবো। আমরা মনে করি খেলাধূলাই একটি মাধ্যম যা তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবো।
খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
পাওয়ার অব ইউনিটির প্রধান উপদেষ্টা সৈয়দ তৈমুরের সভাপতিত্বে ফাইনাল খেলায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বনাম বিজয়নগর উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়নগর উপজেলাকে ৩১ রানে পরাজিত করে।
পড়ুন : জোটের বিরুদ্ধে প্রার্থী হয়ে বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বিএনপি নেতা


