১৫/০১/২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, সোমবার আদালত থেকে পালানোর পর থেকেই রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এর আগে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতির সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রফিকুল। তিনি জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি ছিলেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ওসি ইকবাল বাহার আরও জানান, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধুকে হত্যা করেন রফিকুল। ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

বিজ্ঞাপন

পড়ুন :জাবিতে বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন